“জ্ঞানের আলোয় উদ্ভাসিত ভবিষ্যৎ।”
প্রিয় শিক্ষার্থীবৃন্দ, সম্মানিত অভিভাবকগণ, মহৎ মনের শিক্ষকমণ্ডলী এবং কলেজ পরিবারের সকল সদস্য,
রাজাবাড়ী কলেজ শুধু একটি শিক্ষাপ্রতিষ্ঠান নয়; এটি জ্ঞানের তীর্থস্থান, চরিত্র গঠনের আদর্শ নিকেতন এবং দেশপ্রেমে উজ্জীবিত নেতৃত্ব সৃষ্টির পীঠস্থান। টাংগাইল জেলার মির্জাপুর উপজেলার উপকণ্ঠে অবস্থিত এই কলেজটি দীর্ঘদিন ধরে শিক্ষার আলো ছড়িয়ে যাচ্ছে।
অত্র এলাকায় শিক্ষা বিস্তারে অগ্রদূত–নিরলস অতন্ত্র প্রহরী– শিক্ষানুরাগী দীক্ষাগুরু,জ্ঞান তাপস, সাদা মনের মানুষ শ্রদ্ধেয় প্রতিষ্ঠাতা মহোদয়ের উৎসাহ-অনুপ্রেরণায় এ আলোর মশাল ক্রমেই উজ্জ্বল থেকে উজ্জ্বলতর হচ্ছে।
আমাদের প্রতিশ্রুতি হলো—শিক্ষার গুণগত মান নিশ্চিত করা, সহশিক্ষা কার্যক্রমে উৎসাহিত করা এবং শিক্ষার্থীদের মধ্যে নৈতিকতা, দেশাত্মবোধ ও মানবিক মূল্যবোধ জাগ্রত করা। ডিজিটাল যুগের চ্যালেঞ্জ মোকাবিলায় আমরা শিক্ষার্থীদের প্রযুক্তিবান্ধব ও গবেষণামুখী করে গড়ে তুলতে নিরলস কাজ করছি।
আমি অভিভাবক ও শিক্ষকদের প্রতি কৃতজ্ঞতা জানাই, যাদের সম্মিলিত প্রচেষ্টায় প্রতিবছর আমাদের শিক্ষার্থীরা একাডেমিক ও জাতীয় পর্যায়ে সাফল্যের স্বাক্ষর রাখছে। শিক্ষার্থীদের প্রতি আমার আহ্বান: কঠোর পরিশ্রম, শৃঙ্খলা ও সততা অবলম্বন করো—ভবিষ্যৎ তোমাদেরই।
আমরা রাজাবাড়ী কলেজের অবকাঠামোগত ও শিক্ষাসুবিধা আরও উন্নত করতে প্রতিজ্ঞাবদ্ধ। চলুন, সবাই মিলে এই প্রতিষ্ঠানকে জেলার শ্রেষ্ঠ শিক্ষাকেন্দ্র হিসেবে গড়ে তুলি।
শিক্ষা-সংস্কৃতি-প্রগতির পথে এগিয়ে চলুক রাজাবাড়ী কলেজ।
শুভকামনা রইলো।
এহসান আহমেদ
ভারপ্রাপ্ত অধ্যক্ষ
রাজাবাড়ী কলেজ, মির্জাপুর, টাংগাইল।